শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদের হাওয়ায় ফাঁকা ঢাকা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:১০ পিএম, ৪ জুন ২০১৯ মঙ্গলবার

রাত পোহালেই ঈদ। চাঁদ দেখা সাপেক্ষে বুধবারই উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। পুরোপুরি নিশ্চিত হতে এখন শুধু অপেক্ষা সন্ধ্যার। আর তাই স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছেড়ে গ্রামে ছুটছেন সকলে।

বৃহস্পতিবার অফিস ছুটির পর থেকেই নাড়ির টানে ব্যস্ততম নগরী ছাড়ার ঢল নামে। শুক্রবার তা গতি পায় আরো বেশি।  ভিড় আর ভোগান্তি এড়াতে শনিবার ও রোববার কেউ কেউ পরিবারের সদস্যদের পাঠিয়ে দিয়েছেন গ্রামে। মাঝে গতকাল সোমবার একদিন অফিস খোলা থাকায় অফিস শেষে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন অনেকে। আজ মঙ্গলবার ভোর থেকেই সড়ক-রেল ও নদীপথে ঘরমুখিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সেই সুবাদে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। 

সোমবার রাতের পর থেকেই নগরীর নিত্যদিনের কোলাহল অনেকটাই কমে গেছে। যারা এখনও যেতে পারেননি, তারাই শুধু জড়ো হচ্ছেন টার্মিনালগুলোতে। 

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের আগে আর কোনো সরকারি অফিস নেই। সে হিসেবে সোমবারই ছিল ঈদের আগে শেষ অফিস। 

এদিকে, মঙ্গলবার রাজধানীর কমলাপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন, গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাসস্ট্যান্ড এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা গেছে, এসব স্থানে শুধু মানুষ আর মানুষ। অপেক্ষা শেষে নির্ধারিত ট্রেন বা লঞ্চ আসতেই তাতে ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন তারা। এর বিপরীত চিত্র দেখা গেছে রাজধানীর সড়কগুলোতে। নেই তেমন চিরচেনা যানজট।