শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী নিষেধাজ্ঞা মানি না : রাশিয়া-চীন

ডেস্ক নিউজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০২ পিএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। বুধবার রাতে রাশিয়ার রাজধানী মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়। বিবৃতিতে সব পক্ষকে ইরানের পরমাণু সমঝোতা মেনে চলার আহ্বান জানানো হয়।

চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা পরমাণু সমঝোতার প্রতি ইরান প্রতিশ্রুতিবদ্ধ থাকায় সন্তোষ প্রকাশ করেন। পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী এ দুই দেশের শীর্ষ নেতারা এ সমঝোতার প্রতি তাদের দেশগুলো অবিচল থাকবে বলেও প্রতিশ্রুতি দেন।

যৌথ বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) তার সবগুলো প্রতিবেদনে পরমাণু সমঝোতার প্রতি ইরানের প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা নিশ্চিত করায় মস্কো ও বেইজিং সন্তোষ প্রকাশ করছে। একইসঙ্গে বিবৃতিতে স্পষ্টভাবে ঘোষণা করা হয়, ‘চীন ও রাশিয়া ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞা মানে না।’

আইএইএ এখন পর্যন্ত ১৫টি প্রতিবেদনে একথার সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান ২০১৫ সালে পরমাণু সমঝোতা স্বাক্ষর করার পর থেকে এখন পর্যন্ত ওই সমঝোতার কাঠামোর আওতায় থেকে নিজের পরমাণু কর্মসূচি পরিচালনা করেছে।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব প্রতিবেদনের প্রতি ভ্রুক্ষেপ না করে গত বছরের মে মাসে পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেন। এরপর নভেম্বরে ইরানের বিরুদ্ধে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা চাপিয়ে দেন।

কিন্তু পরমাণু সমঝোতাই স্বাক্ষরকারী বাকি দেশগুলো (চীন, রাশিয়া, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন) যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের তীব্র বিরোধিতা করে পরমাণু সমঝোতায় অটল থাকার প্রতিশ্রুতি দিয়েছে। সূত্র: পার্স টুডে