শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঢাকা-দর্শনা রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ

ডেস্ক নিউজ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:২১ পিএম, ৬ জুন ২০১৯ বৃহস্পতিবার

ইন্দোনেশিয়া থেকে ইতোমধ্যে ৫০টি ব্রডগেজ বগি দেশে চলে এসেছে। এর মধ্যে ব্রডগেজের একটি নতুন ট্রেন চালু করেছে সরকার। বাকি বগিগুলোর মধ্যে কয়েকটি দিয়ে ঢাকা থেকে খুলনার দর্শনা রুটে নতুন একটি ট্রেন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এ ট্রেনটি বেনাপোল পর্যন্ত চালানো উচিত বলে মন্তব্য করেছেন রেল যাত্রীরা।

আগামী কোরবানির ঈদের আগেই নতুন ট্রেনটি চালু করা হবে বলে জানা গেছে।

রেল সচিব মো. মোফাজ্জল হোসেন দর্শনা পর্যন্ত নতুন ট্রেনের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ইন্দোনেশিয়া থেকে আসা ব্রডগেজ বগি দিয়ে ঢাকা থেকে দর্শনা রুটে একটি নতুন ট্রেন তৈরি করা হবে। বাকি বগিগুলো বিভিন্ন ট্রেনে সংযুক্ত করা হবে।

ট্রেনটি বেনাপোল পর্যন্ত চালানো উচিত বলে মন্তব্য করেছেন ভারতগামী রেল যাত্রীরা। এতে ভারতগামী যাত্রীরা সহজেই বেনাপোলে নেমে চেকপোস্ট পার হয়ে ভারতে যেতে পারবেন বলে অভিমত তাদের।

রেলের বগি সংকট কাটাতে ৫০টি ব্রডগেজ ও ২০০টি মিটারগেজ বগি কেনার জন্য ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেন প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিটি ইন্ডাস্ট্রি কেরেতা এপির (ইনকা) সঙ্গে চুক্তি হয় বাংলাদেশ রেলওয়ের। মিটারগেজ বগিতে ব্যয় ধরা হয়েছে ৫৮০ কোটি টাকা। আর ব্রডগেজ বগি কেনার জন্য ব্যয় ধরা হয় ২১৩ কোটি টাকা। প্রতিটি বগির আমদানি মূল্য ৫ কোটি টাকা। তার মধ্যে চলতি ৩১ মে পর্যন্ত তিন শিফটে এই ৫০টি বগি সৈয়দপুর কারখানায় চলে এসেছে।

এদিকে চলতি মাস থেকে ৯টি শিপমেন্টে ২০২০ সালের জুন পর্যন্ত সময়কালে আসবে ২০০টি মিটারগেজ বগি। ২০০টি মিটারগেজ দিয়ে ১২টি নতুন ট্রেন তৈরি করা যাবে।

জানা গেছে, নতুন যে কোচগুলো এসেছে সেগুলোর আয়ুষ্কাল অনেক বেশি হবে। এখন রেলবহরে ব্রডগেজ এবং মিটারগেজের যে কোচগুলো আছে সেগুলোর আয়ুষ্কাল ৩৫ বছর। নতুন যে কোচগুলো আমদানি করা হয়েছে সেগুলোর আয়ুষ্কাল ৪৫ বছর।

নতুন ২০০টি মিটারগেজ বগি যুক্ত হবে রেলওয়ের পূর্বাঞ্চলে। আর পশ্চিমাঞ্চল প্রায় পুরোটাই ব্রডগেজ। ওই অঞ্চলের জন্য আমদানি করা হয়েছে ৫০টি ব্রডগেজ।

বর্তমানে আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও লোকালসহ রেলওয়েতে ট্রেন আছে ৩৪৭টি। এর মধ্যে আন্তঃনগর ৯০টি, মেইল এক্সপ্রেস ডেমু ১২০টি, লোকাল ১৩৫টি। নতুন ট্রেনটি চালু হলে দেশে ট্রেনের সংখ্যা দাঁড়াবে ৩৪৮টিতে।