থেরেসা মে’র পদত্যাগ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪০ পিএম, ৭ জুন ২০১৯ শুক্রবার
বৃটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি’র প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। তবে দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করলেও নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাবেন তিনি।
দু’সপ্তাহ আগে ব্রেক্সিট ব্যর্থতায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন থেরেসা মে। ঘোষণায় তিনি জানিয়েছিলেন, ব্রেক্সিট বাস্তবায়ন করতে না পেরে যাওয়া তার জন্যে খুবই দুঃখজনক। তবে তিনি আশাবাদী তার পরবর্তীতে যিনি ক্ষমতায় আসবেন, তিনি এটা সফলভাবে বাস্তবায়ন করবেন।
ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হওয়ার জন্য এরইমধ্যে ১১ জন কনজারভেটিভ এমপি প্রতিযোগীতায় নেমেছেন।
সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন প্রক্রিয়া চলবে। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত থেরেসা মে ক্ষমতায় থাকবেন।