শনিবার   ০৯ নভেম্বর ২০২৪   কার্তিক ২৪ ১৪৩১   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দত্তক নিয়েছেন, মেয়েকে কীভাবে জানিয়েছিলেন সুস্মিতা?

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৩৩ এএম, ৮ জুন ২০১৯ শনিবার

নিজের শর্তে বাঁচতে ভালবাসেন সুস্মিতা সেন। জীবন উপভোগ করতে চান প্রতি মুহূর্তে। কখনো বয়সে ছোট বয়ফ্রেন্ড, আবার কখনো বা সিঙ্গল মাদার হিসেবে দুই দত্তক সন্তানের দায়িত্ব নেয়া- সামাজিক অনুশাসনের বাইরে গিয়ে নিজের ইচ্ছায় অনেক কাজই করেছেন নায়িকা। সবেচেয়ে বড় কথা, এ সব সিদ্ধান্ত কখনো লুকিয়ে রাখেননি।

সুস্মিতার দুই মেয়ে রেনে এবং আলিশা। তিনি যে রেনের জন্মদাত্রী মা নন, সে কথা জানিয়েছিলেন স্পষ্টভাবেই। কিন্তু কীভাবে?

সম্প্রতি সুস্মিতা জানিয়েছেন, খেলার ছলে রেনেকে জানিয়েছিলেন তাকে দত্তক নেয়া হয়েছিলো। আর জানানো শব্দগুলো অনেকটা এরকম ছিলো, বায়োলজিক্যাল খুব বোরিং। তোর জন্ম হয়েছে হদয় থেকে।

 

শুধু তাই নয়। ১৮ বছর বয়স হলে রেনেকে তার জন্মদাত্রী মায়ের সঙ্গে দেখা করার অনুমতিও দিয়েছেন সুস্মিতা। মেয়েদের সঙ্গে তিনি বন্ধুর মতোই ব্যবহার করেন। তাই কোনো সত্যি লুকিয়ে রাখতে চান না। মেয়েদের মতামতেরও গুরুত্ব দিতে চান। তাই ১৮ বছর বয়স হলে আদালতে গিয়ে বায়োলজিক্যাল বাবা-মায়ের নাম জেনে, তাদের সঙ্গে দেখাও করতে পারে রেনে।

১৬ বছরের রেনে মায়ের বর্তমান প্রেমিক রোহমান শালকে মেনে নিয়েছে সহজভাবেই। ১৮ বছর বয়স হলে আদৌ সে জন্মদাত্রী মায়ের সঙ্গে দেখা করে কিনা, সেটাই এখন দেখার।