শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সৌদির ড্রোন ভূপাতিত করলো ইয়েমেন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের আরো একটি অ্যাটাক ড্রোন ভূপাতিত করেছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা যে প্রতিরোধ গড়ে তুলেছে তারই অংশ হিসেবে এ ড্রোন ভূপাতিত করা হলো।

ইয়েমেনের একটি সামরিক সূত্র আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, আমেরিকায় তৈরি এমকিউ-৯ রিপার ড্রোনটি ইয়েমেনের পশ্চিম উপকূল আল-জাবালিয়াতে গতকাল (বৃহস্পতিবার) বিকেলে ভূপাতিত করা হয়।

সূত্র আরো জানিয়েছে, ড্রোনটি যাতে অক্ষত অবস্থায় ইয়েমেনি সেনাদের হাতে না পড়ে সেজন্য সৌদি আরব বিমান হামলা চালিয়ে ড্রোনটিকে একবারে ধ্বংসস্তুপে পরিণত করে।

 

সৌদি আরবের এ ড্রোন ভূপাতিত করার মধ্যদিয়ে ধারণা করা হচ্ছে, ইয়েমেনি সেনারা সৌদি আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। গত মাসে তারা সৌদি আরবের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছিল।