শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাশ্মীরে আবারও গোলাগুলি, নিহত ৪

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে অন্তত ৪ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

ভারতীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির সেনা, পুলিশ ও সিআরপিএফ মিলে অভিযান চালায়।

 

দেশটির পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনী বিচ্ছিন্নতাবাদীদের ঘিরে ফেললে তারা গুলি ছুঁড়ে। এতে পাল্টা আক্রমণ শুরু করে সেনারা। এ ঘটনায় ৪ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়।

নিহতদের সবাই জইশ-ই-মহম্মদের সদস্য বলে ভারতীয় নিরাপত্তা বাহিনীর দাবি। এছাড়া ঘটনাস্থল থেকে তিনটি রাইফেল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।