স্বামীর বেতনের ৩০ শতাংশ ভরণপোষণ দিতে হবে স্ত্রীকে : হাইকোর্ট
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার
স্বামীর বেতনের ৩০ শতাংশ স্ত্রীকে ভরণপোষণ হিসেবে দিতে হবে। সম্প্রতি দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি একজন ব্যক্তির ইনকামের উপর অন্য কেউ নির্ভর না থাকে তাহলে স্বামীর বেতনের ৩০ শতাংশ স্ত্রী পাবেন।
সম্প্রতি এক নারীর বিবাহ বিচ্ছেদের পর ভরণপোষণের মামলায় এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট।
আদালতের নির্দেশ অনুযায়ী, স্বামীর বেতনের ৩০ শতাংশ স্ত্রী দিতে হবে। নারীর বিয়ে ৭ মে ২০০৬ সালে সিআইএসএফ ইন্সপেক্টরের সঙ্গে হয়েছিল। ১৫ অক্টোবর ২০০৬ সালে তারা আলাদা হয়ে যায়। এরপর ভরণপোষণের আবেদন জানিয়েছেন আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই নারী।
২০০৮ সালে এর পরিপ্রেক্ষিতে স্ত্রীকে স্বামীকে নির্দেশ দেয়া হয় মোট বেতনের ৩০ শতাংশ স্ত্রীকে ভরণপোষণ হিসেবে দিতে হবে। এরপর স্বামী আদালতে ফের মামলা দায়ের করে। এরপর ট্রায়াল কোর্ট ৩০ শতাংশ থেকে ১৫ শতাংশ করে দিয়েছিল ভরণপোষণ। এরপর দিল্লি হাইকোর্টে ফের এই রায়কে চ্যালেঞ্জ করে নারী মামলা দায়ের করেছিল।