শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

মিয়ানমারে `সাদা গোলাপ` দিয়ে ঈদের শুভেচ্ছা জানাল বৌদ্ধরা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০১:২১ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

শান্তির প্রতীক ‘সাদা গোলাপ’ দিয়ে মুসলিম সম্প্রদায়ের লোকদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রোজার সময় মিয়ানমারের ২৩টি স্থানে মুসলিমদের মধ্যে প্রায় ১৫ হাজার ফুল বিতরণ করা হয়েছে। এছাড়া ঈদের দিনেও এ ফুল বিতরণ করা হয়। এ গোলাপ বিতরণ কর্মসূচির মাধ্যমে তারা মুসলিমদের ঘরে ঘরে শান্তির বার্তা দেয়ার চেষ্টা করছে। খবর আসহারাক আল-আউসাত'র।

এদিকে গত ৩ সপ্তাহ আগেও কট্টরপন্থী বৌদ্ধরা মুসলিমদের মসজিদে নামাজ পড়তে বাধা দিয়েছিল। এ ঘটনার পরপরই সান্দিতা নামের এক মধ্যপন্থী বৌদ্ধ ভিক্ষু মুসলিমদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর উদ্যোগ নেন বলে জানা যায়।

তরুণ বৌদ্ধ ধর্মাবলম্বী থেত সোয়ে উইন জানান, ‘শান্তির প্রতীক সাদা গোলাপ বিতরণে মাধ্যমে আমরা কট্টরপন্থী বৌদ্ধ জঙ্গিদের এ বার্তা জানাতে চাই যে, মিনয়ানমারের অধিকাংশ নাগরিক মুসলিমদের প্রতি এ নির্যাতন সমর্থন করে না।

 

মিয়ানমারের তরুণ মুসলিম তুন তুন সোয়ে বলেন, ‘নামাজ পড়তে বাধা দেয়ায় আমরা অত্যন্ত দুঃখ পেয়েছিলাম। বাকরুদ্ধ হয়েছিলাম। তবে এবার মুসলিমরা গোলাপ পেয়ে খুশি।

উল্লখ্য, ২০১৭ সাল থেকে মিয়ানমারে সৃষ্ট সহিংসতায় বাংলাদেশে পালিয়ে এসে উখিয়া ও টেকনাফ উপজেলায় ৩০টি রোহিঙ্গা ক্যাম্পে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।