শনিবার   ০৯ নভেম্বর ২০২৪   কার্তিক ২৪ ১৪৩১   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সমুদ্র বাঁচাতে মাঠে নামলেন প্রভা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:২৭ পিএম, ৮ জুন ২০১৯ শনিবার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেন। মিডিয়া পাড়ায় তাকে নিয়ে মুখরোচক গল্পের কমতি নেই। এবার সমুদ্র বাঁচাতে মাঠে কাজ করছেন জনপ্রিয় এ অভিনেত্রী। তবে বাস্তবে নয় ‘সমুদ্রমানব’ নামক একটি নাটকে এমন চরিত্রে রূপ দিতে তাকে দেখা যাবে।

রুদ্র হকের রচনা ও চিত্রনাট্যে লিপি আইচ নির্মাণ করেছেন এ নাটক। 

নাটকে প্রভার বিপরীতে অভিনয় করেছেন জোভান। কক্সবাজার সমুদ্র সৈকত ও এর আশেপাশের পাহাড়ি অঞ্চলে সম্প্রতি চিত্রায়িত হয় নাটকটি।

 

পরিচালক এর গল্প সম্পর্কে বলেন, সমুদ্র সৈকতে প্রতিদিনই একটা লাশ ভেসে আসছে। স্থানীয় লোকজনের দাবি, বেওয়ারিশ প্রতিটি লাশই দেখতে একই রকম। একই মানুষ। তাকেই রোজ দিনের আলোয় সৈকতে পড়ে থাকা ময়লা আবর্জনা গায়ে জড়িয়ে ঘুরে বেড়াতে দেখা যায়।

নিজেকে দাবি করে সে সমুদ্রমানব। সৈকতে আলোড়ন পড়ে যায়, তার অদ্ভুত কর্মকাণ্ডে। সমুদ্রে ঘুরতে যাওয়া প্রভা অনুসন্ধানে নামে, কে এ সমুদ্রমানব? এক পর্যায়ে তিনি সমুদ্র বাঁচানোর দাবি নিয়ে হাজির হবেন। 

নাটকটি প্রসঙ্গে এর রচয়িতা রুদ্র হক বলেন, ‘এটি মূলত আমার কবিতা ‘বিচ রিপোর্ট’ থেকে অনুপ্রাণিত হয়ে লেখা। নাটকে মানুষের অন্তর্গত প্রকৃতিপ্রেমের একটি অনন্য কাহিনিভাষ্য রচিত হয়েছে এখানে। নাটকের একটি অংশে আধুনিক চিত্রকলার অন্যতম সংযোজন ইনস্টলেশন আর্ট-এর একটি পারফর্মেন্সও যুক্ত করেছি। জানিনা নির্মাতা কতটুকু সফল হয়েছেন। দর্শকই অনুপ্রাণিত হলে স্বার্থক হবো।’

নাটকটিতে জোভান-প্রভা ছাড়াও অভিনয় করেছেন-মাহবুব শাহিন, সেলিম রেজা, ফিরোজ, এক ঝাঁক শিশু ও বেশকিছু পর্যটক।