ধর্ম নিয়ে ইঙ্গিত করে ট্যুইট, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সোনম
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৫৯ এএম, ৯ জুন ২০১৯ রোববার
শিশুমৃত্যু নিয়ে কোনো রাজনীতি করবেন না। দয়া করে ঘৃণা ছড়াবেন না। আলিগড়ের ঘটনার নিন্দা করে ট্যুইটে আবেদন সোনম কাপুরের। এই ট্যুইটের জন্য সোশ্যাল মিডিয়ায় চরম ট্রোলিংয়ের শিকার বলিউড অভিনেত্রী। তোপ দেগে নেটিজেনদের অনেকেই সোনমকে ‘একটু লজ্জিত হওয়ার’ ‘পরামর্শ’ দেন।
নেটিজেনদের ক্ষোভের কারণ কাঠুয়া কাণ্ডের সময় করা সোনমের একটি ট্যুইট। যে ট্যুইটে সোনম কাঠুয়ার আট বছরের মেয়েকে ‘দেবী স্থান’ মন্দিরে গণধর্ষণ ও খুনের পর নিজেকে লজ্জিত বলেছিলেন। সেই ট্যুইটের কথা অভিনেত্রী ভুলে গিয়েছেন কিনা জানা নেই। তবে নেটিজেনরা যে ভোলেননি তার প্রমাণ মিলল এদিন।
আলিগড়ের ঘটনা নিয়ে সোনম এদিন ট্যুইটে লেখেন, ওই শিশুটির সঙ্গে যা হয়েছে তা মর্মান্তিক একই সঙ্গে ভয়াবহ। শিশুটি ও তার পরিবারের জন্য প্রার্থনা করব। আর সবাইকে বলব নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই ঘটনাকে হাতিয়ার করবেন না। ছোট্ট একটি মেয়ের মৃত্যু হয়েছে। দয়া করে ঘৃণা ছড়াবেন না।
অভিনেত্রীর এই ট্যুইট ভাইরাল হতেই ঝাঁপিয়ে পড়েন নেটিজেনদের একাংশ। সোনমকে হিপোক্রিট বলে কেউ লেখেন, কাঠুয়া কাণ্ডের সময় আপনিই তো হিন্দুদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়েছিলেন। প্ল্যাকার্ড হাতে নিয়ে নিজেকে লজ্জিত জানিয়েছিলেন। আর এখন কী হল? কোথায় গেল প্ল্যাকার্ড? অন্য একজন লেখেন, এবার তো একটু লজ্জিত হন। কীভাবে রাতে আপনাদের ঘুম হয় কে জানে? আরো এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, কাঠুয়ার ঘটনার মতো এবারো প্ল্যাকার্ড হাতে এই অ্যাডভাইস দিলে তাও বিশ্বাসযোগ্য মনে হত।
কাঠুয়ার কাণ্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি মেয়েকে গণধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনায় জড়িত অভিযোগে বেশ কিছু হিন্দুকে গ্রেফতার করে কাশ্মীর পুলিশ। আলিগড়ে দু’বছরের একটি হিন্দু মেয়েকে নৃশংসভাবে খুন করে জঞ্জালে ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা। শিশুটিকে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে।