কাশ্মীর প্রসঙ্গে ভারতের কঠোর সমালোচনা অর্মত্য সেনের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৩৮ এএম, ৯ জুন ২০১৯ রোববার
নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেন কাশ্মীর প্রসঙ্গে ভারত সরকারের কঠোর সমালোচনা করেছেন। ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কাশ্মীরে যে নৃশংসতা চালানো হচ্ছে তা ভারতের গণতন্ত্রে সবচেয়ে বড় কলঙ্ক হয়ে থাকবে। এ বিষয়ে কোনো সন্দেহই নেই। ভারতের এ কলঙ্কের জন্য বেশ কিছু লোক দায়ী। এ দিয়ে বিদেশেও অনেক আলোচনা হচ্ছে।
অর্মত্য সেন আরও বলেন, আমরা কাশ্মীরের সঙ্গে সঠিক আচরণ করিনি। এখনো কাশ্মীরের অপব্যবহার আমরা করছি। এটা আইন ও শৃঙ্খলার সমস্যা নয়। কাশ্মীরের মানুষের সঙ্গে আমরা ভয়াবহ ও সহিংস আচরণ করছি। কাশ্মীরকে বিচ্ছিন্ন করতে আমরা সংবাদপত্র বন্ধ করে দিচ্ছি। এসব করে আমরা এমন ভাবে কাশ্মীরিদের শাস্তি দিচ্ছি যে তারা ভারতকে আপন ভাববে- সে পথও খোলা রাখছি না।