নিখোঁজ বিমানের সন্ধানে পুরস্কার ঘোষণা ভারতের
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৫৩ এএম, ৯ জুন ২০১৯ রোববার
ছয় দিন হয়ে গেল, এখনও খোঁজ মিলছে না ভারতীয় বিমান বাহিনীর নিখোঁজ বিমান এএন ৩২-এর।
বৈরী আবহাওয়ার কারণে শনিবার আকাশ পথে তল্লাশি অভিযান চালানো সম্ভব হয়নি।
এদিকে, নিখোঁজ বিমান এএন ৩২-এর সন্ধান দিতে পারলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় বিমান বাহিনী।
শুক্রবার আসামের জোরহাটে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন বিমান বাহিনী প্রধান বিএস ধানোয়া।
নিখোঁজ বিমানের খোঁজে দিন-রাত কাজ করছে ভারতীয় বিমান বাহিনী ও সেনাবাহিনীর চপার ও বিমান। সহায়তা নেওয়া হচ্ছে সেনাবাহিনী ও ইন্দো টিবেটান বর্ডার পুলিশের। এমনকি ইসরোর ‘রিস্যাট’-এর মতো উপগ্রহকেও কাজে লাগানো হচ্ছে। তবুও এএন ৩২-এর কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি।
শনিবার ভারতীয় বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, 'ইসো-সহ বিভিন্ন সংস্থাকে নিয়ে গঠিত দল উদ্ধার কাজে গতি বাড়িয়েছে। যে এলাকায় উদ্ধারকাজ চলছে সেটি পাহাড়ি এবং ঘন জঙ্গলে ঢাকা। এছাড়া বিরূপ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে উদ্ধারকাজ। '
গত সোমবার দুপুর ১২টা ২৭ মিনিটে আসামের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকা এয়ার ল্যান্ডিং গ্রাউন্ডের দিকে যেতে গিয়ে ‘নিখোঁজ’ হয় এএন-৩২। এয়ারক্রাফটিতে ভারতীয় বিমান বাহিনীর ১৩ জন কর্মকর্তা ছিলেন।