মানুষের প্রত্যাশা অনেক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৯ এএম, ১০ জুন ২০১৯ সোমবার
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা পূরণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
রোববার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসেবা প্রদানে এই মন্ত্রণালয় ও অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ সুনাম ধরে রেখে দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দেবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে মেধাবী ও অভিজ্ঞ কর্মকর্তারা কর্মরত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের এই মেধা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনগণের কল্যাণ ও দেশের উন্নয়নে কাজ করতে হবে।
এসময় জনগণের প্রত্যাশিত সেবা প্রদানে সর্বোচ্চ প্রচেষ্টার জন্য সরকারি কর্মচারিদের প্রতি আহ্বান জানান তিনি।