শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

`যুক্তরাষ্ট্রের কোনো প্রয়োজন ইরানের কাছে নেই`

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩৩ এএম, ১০ জুন ২০১৯ সোমবার

ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাস বন্ধ করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, আমেরিকার কোনো প্রয়োজন যেমন ইরানের নেই তেমনি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক স্থাপনেরও চেষ্টা তেহরান করছে না।

রবিবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের বৈঠকে যোগ দেন তিনি। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ইরানের স্বার্থে আমেরিকার কোনো কাজ করার প্রয়োজন নেই বরং ওয়াশিংটন যেন অন্যান্য দেশের সঙ্গে ইরানের যোগাযোগের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, ইরানের ব্যাপারে আমেরিকার আসল নীতি হচ্ছে সর্বোচ্চ প্রয়োগ করা। কাজেই মার্কিন শীর্ষ নেতারা ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করছেন তা প্রচারণা ও প্রতারণা ছাড়া আর কিছু নয়।

 

সংবাদ সম্মেলনে ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে আমেরিকা ইসরাইলের স্বার্থে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ নামের যে পরিকল্পনা তৈরি করেছে সে সম্পর্কেও কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ফিলিস্তিন সংকট নিরসনে আমেরিকার ব্যর্থতার ফসল হচ্ছে এই ‘ডিল অব দ্যা সেঞ্চুরি।