নারায়ণগঞ্জে মশার কয়েলের আগুনে দগ্ধ ৪
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:১০ এএম, ১০ জুন ২০১৯ সোমবার
নারায়ণগঞ্জে মশার কয়েলের আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পাগলায় এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- আবদুল আলিম (৬৫), তার মেয়ে শিউলী (৩৫), শিউলীর মেয়ে জুথি (১৩) ও তানজিলা (৬)।
জানা গেছে, দগ্ধদের মধ্যে শিউলীর ৯৮ শতাংশ, আবদুল আলিমের ৪৮, জুথির ১৮ এবং তানজিলার ২৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা গুরুতর। সকাল ৭টায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, সকাল ৭টায় একই পরিবারের দগ্ধ ৪ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা গুরুতর।