রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

মাইক্রোসফটে ত্রুটি, বিশ্বে ঝুঁকিতে লাখো কম্পিউটার

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৪৯ এএম, ১০ জুন ২০১৯ সোমবার

নতুন একটি ম্যালওয়্যার ছড়ানোর মাধ্যমে বিশ্বের লাখ লাখ কম্পিউটার সাইবার হামলার শিকার হয়েছে। হামলাকারীরা ‘ব্লুকিপ’ নামের একটি ম্যালওয়্যার ছড়িয়ে কম্পিউটারগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে।

তথ্যপ্রযুক্তি বিষয়ক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের এক ত্রুটির কারণে এ হামলার ঘটনা ঘটেছে।

মাইক্রোসফট জানায়, ২০১৭ সালে বিশ্বব্যাপী অন্যতম বড় সাইবার হামলার ওয়ানাক্রাইয়ের মতো ‘ব্লুকিপ’ ম্যালওয়্যারের মাধ্যমে এ হামলাটি করা হয়েছে। ওই হামলায় কয়েকশ কোটি টাকার ক্ষতি হয়েছিল।
 
সম্প্রতি মাইক্রোসফট দেখতে পায়, দূরবর্তী কম্পিউটারে আঘাত করতে সক্ষম এমন একটি ‘ক্ষতিকারক’ ভাইরাস ছড়ানো হয়েছে। শুক্রবার মাইক্রোসফট ব্লুকিপ ম্যালওয়্যার থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখতে গ্রাহকদের সিস্টেম আপডেট দেয়ার পরামর্শ দিয়েছে।

তবে মাইক্রোসফটের দাবি, ম্যালওয়্যার ছড়ানোর একেবারে শুরুর দিকেই তারা শনাক্ত করতে সক্ষম হয়েছে। ফলে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হবে।

মাইক্রোসফট সিকিউরিটি রেসপন্স সেন্টারের পরিচালক সিমন পোপ জানান, এরই মধ্যে সমস্যাটির সমাধান করে ফেলেছেন। এছাড়া যারা সিস্টেমটি আপডেট দেননি, তাদের আপডেট দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, এ সমস্যার ফলে উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ৭ ছাড়াও কিছু উইন্ডোজ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ৮ এবং উইন্ডোজ ১০ এ ত্রুটির আওতার বাইরে থাকবে।