খালেদার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী কারাগারে
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৭:৪৯ এএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক স্কোয়াড্রন লিডার ওয়াহেদুন নবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রাজধানীর আদাবর থানার অস্ত্র আইনের একটি মামলায় গতকাল ঢাকার মহানগর হাকিম ইলিয়াস মিয়া এ আদেশ দেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা নিজাম সাংবাদিকদের বলেন, দুই দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মতলুবুল আলম আজ (গতকাল) খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক আদেশ দেন।
২১ ডিসেম্বর রাতে রাজধানীর মিরপুর রোড থেকে ওয়াহেদুন নবীকে আটক করে র্যাব। এরপর তার দেহ তল্লাশি করে কোমরে লেদার কাভারের ভিতর একটি আগ্নেয়াস্ত্র ও তিনটি ম্যাগাজিন এবং ১৬টি তাজা গুলি পাওয়ার দাবি করে। এ ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে একটি মামলা করে পুলিশ।