শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

সরাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ 

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৫৯ এএম, ১০ জুন ২০১৯ সোমবার

দেশের বিভিন্ন জেলায় রোববার সকাল ৮ টা থেকে রাত এগারোটা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে লক্ষ্মীপুরে ২, বগুড়ায় ২, ফেনীতে ২, নীলফামারীতে ২, খুলনায় ১, যশোরে ১, কুষ্টিয়ায় ১, নারায়ণগঞ্জে ১, চাঁদপুরে ১ ও ভোলায় ১ জন প্রাণ হারান।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের যুগী বাড়ির সামনে রোববার রাতে নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। নিহতরা হলেন- রামগঞ্জ উপজেলার আইয়েনগর গ্রামের আবদুল মান্নানের ছেলে ও জিয়া শপিং কমপ্লেক্সের মনছোঁয়া ফ্যাশনের স্বত্বাধিকারী মো. সুমন হোসেন ও তার ভাগ্নে চাটখিল উপজেলার শাহাপুর গ্রামের তামিম।

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দোকান বন্ধ করে সুমন তার ভাগ্নে তামিমকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে যুগী বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় সাথী ডেকোরেটরের একটি নসিমন তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সুমনকে রামগঞ্জ ফেমাস হসপিটালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পদ্মপুকুর এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে দুই ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার থালতা মাঝগ্রাম ইউপির তৈয়বপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে আঙ্গুর আলী ও তার ছোট ভাই হাবিবুর রহমান।

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া রেস্টহাউজের সামনে সন্ধ্যায় বাসের ধাক্কায় অটোযাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। নিহতরা হলেন-ফেনীর ছাগলনাইয়ার গোপাল ইউপির লিয়াকত আলীর স্ত্রী বিবি জোহরা মুন্নি ও তার মেয়ে ফারিয়া আক্তার।
 
নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর উপজেলার ওয়াবদা মোড়ে রাতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হন। নিহত মো. মোহন সৈয়দপুর উত্তরা আবাসন এলাকার মো. নান্নু মিয়ার ছেলে। তিনি সৈয়দপুর প্লাজায় একটি ফুসকার দোকানের কর্মচারী ছিলেন।

আহতরা হলেন- উত্তর আবাসন এলাকার বাসিন্দা পারভেজ হোসেন ও অটোচালক শফিকুল ইসলাম। এদিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচণ্ডী এলাকায় বিকেলে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরো দুজন আহত হন। নিহত রতন কুমার রায় জলঢাকা উপজেলার বড়ঘাট এলাকার বাসিন্দা। আহতরা রতন রায়ের বাবা রায় বানিয়া ও ছোট ভাই জয় রায়। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন রয়েছে।

খুলনা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বানিয়াখালি ব্রিজ এলাকায় সকালে বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নারী ও শিশুসহ ৩০ জন। নিহত শেখ এমদাদুল বাগেরহাটের ফকিরহাটের শেখ কেয়ামউদ্দিনের ছেলে।

যশোর: যশোরের শার্শায উপজেলার বসতপুর ফুলতলা এলাকায় বিকেলে কাভার্ডভ্যানের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আরেক পথচারী আহত হন। নিহত লিটন হোসেন ওই গ্ৰামের ওমর আলীর ছেলে ও আহত হুমায়ন মিয়া একই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।

কুষ্টিয়া: কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের কবুরহাট এলাকায় দুপুরে তেলবাহী লরিচাপায় লরির হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আটোরিকশা চালকসহ পাঁচ জন গুরুতর আহত হন। নিহত উকিল জোয়ার্দ্দার সদর উপজেলার মিনাপাড়া এলাকার মুকুল জোয়ার্দ্দারের ছেলে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মিনারবাড়ি এলাকায় দুপুরে মাইক্রোবাসের চাপায় নুসরাত নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন শিশুটির মা স্বপ্না বেগম। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁদপুর: চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার এলাকায় দুপুরে পিকআপ ভ্যান চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত কবিতা কচুয়া উপজেলার গোগরা গ্রামের কবির হোসেনের মেয়ে।

ভোলা: ভোলার চরফ্যাশন-দুলারহাট সড়কের পাওয়ার হাউজ এলাকায় রাতে সড়কে ড্রেজারের বালুর পাইপের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত মো. র‌নি চরফ্যাশন উপজেলার নীল কমল ইউপির ৭নম্বর ওয়া‌র্ডের চর যমুনা গ্রামের মো. ইউসুফ সরদারের ছেলে। সে স্থানীয় এক‌টি বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র ছিল।