‘পেশাদার প্রযোজকের অভাব, তাই ভালো ছবি হচ্ছে না’
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান। এবারের ঈদে তার অভিনীত ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। এরমধ্যে ‘পাসওয়ার্ড’ সিনেমাটি তিনি যৌথভাবে প্রযোজনা করেছেন। সিনেমা মুক্তি ও নিজের পরিকল্পনা নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমের মুখোমুখি হন তিনি।
সেখানে দেয়া সাক্ষাৎকারে এই শীর্ষনায়ক বলেন, চলচ্চিত্রের স্বার্থে আমি সবসময় ঝুঁকি নিয়েছি। এবারই প্রথম নয়। ২০১৪ সালে 'হিরো দ্য সুপারস্টার' যখন করেছি তখনও ইন্ডাস্ট্রির এমন খারাপ অবস্থা ছিল। তখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি অ্যানালগ থেকে ডিজিটালে ট্রান্সফর্ম হচ্ছিল। ওই সময়ে তেমন বাজেটও ছিল না। তখনই মনে হয় এগিয়ে আসা দরকার। আর আমি বিশ্বাস করি, একটা ভালো কাজ সবসময় সফল হয়। যারা 'ফিল্ম লাভার' তারা ভালো কাজটি লুফে নেয়।
প্রযোজনায় নিয়মিত হবেন কিনা, এমন প্রশ্নের জবাবে শাকিব বলেন, হ্যাঁ এখন থেকে প্রতি বছর আমি চার থেকে পাঁচটি চলচ্চিত্র প্রযোজনা করব। ফলে আমাদের দেশের প্রতিটি বড় উৎসবে এসকে ফিল্মস থেকে ছবি মুক্তি পাবে।
দেশে পেশাদার প্রযোজকের অভাব উল্লেখ করে এই শীর্ষনায়ক বলেন, আমাদের দেশে পেশাদার প্রযোজকের অভাব। এখন ছবি হিট থাকলেও অনেকেই ছবি প্রযোজনা করতে এগিয়ে আসেন না। কারণ তাদের মনে হয়, সিনেমা নির্মাণ অনেক ঝামেলা আর হয়রানির বিষয়। এসব কারণেই ভালো ছবি নির্মাণ হচ্ছে না। ফলে হল বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমাদের চলচ্চিত্রের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।