শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

নারায়ণগঞ্জে পুড়লো একই পরিবারের চারজন

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০২:৫৫ পিএম, ১০ জুন ২০১৯ সোমবার

নারায়ণগঞ্জের পাগলার চিতাশাল এলাকায় সোমবার ভোরে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

ভোর সাড়ে ৫টার দিকের এ অগ্নিকাণ্ডে দগ্ধরা হলেন- আবদুল আলিম, তার মেয়ে শিউলী, শিউলীর মেয়ে জুথি ও তানজিলা।

ফতুল্লা বিসিক ফায়ার সাভির্সের স্টেশন অফিসার আব্দুল হক বদতান, ভোরে রান্নার জন্য চুলায় দিয়াশলাই দিয়ে আগুন দিলে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারে চারজন দগ্ধ হয়। এ সময় ঘরের আসবাবপত্রেও আগুন লেগে যায়। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করে।

 

ডাক্তারদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধ চারজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে আব্দুল আলীমের শরীরের ৪৮ শতাংশ, শিউলি বেগমের ৫৪ শতাংশ, তানজিলার ১৮ শতাংশ ও জোতির ২৪ শতাংশ পুড়ে গেছে। ঢামেকের বার্ন ইউনিটে তাদের চিকিৎসা চলছে।