সড়কে শৃঙ্খলার অভাব রয়েছে: সেতুমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৮:২৭ এএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়কে শৃঙ্খলার অভাব রয়েছে। শৃঙ্খলা আনতে না পারলে কোন পরিকল্পনা কাজে আসবে না।
সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রাস্তায় শৃঙ্খলা আনার লক্ষ্যে কাজ করছি। আশা করছি পরিকল্পনা অনুযায়ী শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব।
ঈদযাত্রায় গতবারের তুলনায় এবার দুর্ঘটনা তুলনা কম উল্লেখ করে তিনি বলেন, কিন্তু মৃত্যুর সংখ্যা বেশি। মূলত ইজিবাইক-সিএনজির কারণেই দুর্ঘটনা বেশি হয় বলেও দাবি করেন তিনি।
মন্ত্রী বলেন, রংরুটে ড্রাইভিং ও রাস্তার পাশে যানবাহন রাখায় দুর্ঘটনা ও দুর্ভোগ হয়। এসব দুর্ঘটনায় গাড়িতে থাকা সবাই মারা যায়।
তিনি বলেন, হাইওয়েতে ইজিবাইক-সিএনজি বন্ধ করতে হলে আমাদের বিকল্প পথে যেতে হবে। কারণ যারা এসব যানবাহন চালান তারা গরীব মানুষ। আর যারা গাড়িতে চলাচল করে তারা বাধ্য হয়েই করে। কারণ ওইসব স্থানে যানবাহনের সংকটের কারণে এসব যানবাহনেই চলাচল করতে হয়।