শনিবার   ০৯ নভেম্বর ২০২৪   কার্তিক ২৪ ১৪৩১   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

দীঘি স্টামফোর্ডে, সিদ্ধেশ্বরীতে পূজা চেরি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:০৬ এএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৩.৩৩ পেয়ে পাস করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। অপরদিকে খুদে অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়া দীঘি পেয়েছেন ৩.৬১। পূজা ঢাকার মগবাজার গার্লস হাইস্কুল আর দীঘি স্ট্যামফোর্ড স্কুল থেকে পরীক্ষা দিয়েছিলেন। এসব এখন পুরনো খবর।

এদিকে নতুন খবর হলো দুজনেই ভর্তি হতে যাচ্ছেন কলেজে। পছন্দের তালিকা থেকে দুজনেরই কলেজ প্রাপ্তি চূড়ান্ত হয়েছে। পূজা পেয়েছেন সিদ্ধেশ্বরী কলেজ, আর দীঘি পেয়েছেন স্ট্যামফোর্ড কলেজ।

দীঘি জানান, আমি সিদ্ধেশ্বরী কলেজ পেয়েছি। এটা খুব ভালো কলেজ। এখানে ভর্তি হবো কি না, নিশ্চিত নয়। কারণ অভিনয় নিয়েও আমাকে ভাবতে হবে। নিয়মিত ক্লাস না করলে সমস্যা হবে কি না, এটা নিয়ে কথা বলতে হবে। তবে সবচেয়ে ভালো হতো মিরপুরের দিকে যদি কোনো কলেজ পেতাম।

 

দীঘির বাবা সুব্রত বড়ুয়া বলেন, আসলে দীঘিতো ওখানেই স্কুলে পড়েছে আর ও তো ইংরেজি ভার্সনে পড়েছে। ভার্সনের জন্য অন্য কোনো কলেজে যাওয়ার চিন্তা বাদ দিয়ে স্ট্যামফোর্ডকেই প্রাধান্য দিয়েছিলাম। সেটাই পেয়েছি। দীঘিকে এই কলেজেই ভর্তি করাবো।

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবেপূজা চেরি চলচ্চিত্রে আসেন। নায়িকা হিসেবে অভিনয় করেন ‘নূর জাহান’, ‘পোড়ামন ২’, ‘দহন’ ছবিতে। 

আর দীঘিরও চলচ্চিত্রে অভিষেক শিশুশিল্পী হিসেবে। ‘কাবুলিওয়ালা’, ‘দাদীমা’, ‘চাচ্চু’, ‘১ টাকার বউ’সহ অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেন।