সোনারগাঁওয়ে যুবলীগ কার্যালয়ে হামলা
নিজস্ব প্রতিবেদক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:১৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে হামলা ভাঙচুর ও গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জ-৩ আসনের মহাজোট প্রার্থী লিয়াকত হোসেন খোকার সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ আল কায়সারের সমর্থকদের ওপর এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠে। এসময় ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়াও যুবলীগ কার্যালয়ে চেয়ার, টেবিল, গ্লাস ভাঙচুর করে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। হামলায় সাংবাদিকসহ ১৫জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ-৩ আসনে লিয়াকত হোসেন খোকা মহাজোটের প্রার্থীর সমর্থক কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমরের ভাই বাবু ওমরের নেতৃত্বে রাশেদ, শহীদ, শাহ আলম মেম্বার, মাহবুব, আমজাদ, কালাম, নুরে আলম ভূঁইয়াসহ ৫০-৬০ জনের একটি দল লাঠিসোটা, হকিস্টিক, আগ্নেআস্ত্র নিয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল কায়সারের সমর্থক কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুর রহমানের কার্যালয়ে হামলা চালায়। এ সময় বাবু ওমর তার হাতে থাকা আগ্নেআস্ত্র দিয়ে ৫টি গুলি ছুড়ে আতংঙ্ক সৃষ্টি করে। এসময় যুবলীগের কার্যালয়ের চেয়ার, টেবিল, গ্লাস, ভাঙচুর করে। হামলায় যুবলীগ নেতা এনামুল, আশরাফুল, রবি, জনি, মাহবুব, আরিফুল, খোকন, মাসুমসহ ১৪ জন আহত হন।
এদিকে, হামলার খবর পেয়ে প্রতিদিনের সংবাদ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল আলীম সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে গেলে সেখানে যুবলীগ কার্যালয়ে হামলাকারী জনির নেতৃত্বে ৫-৭জনের একটি দল ওই সাংবাদিককে পিটিয়ে আহত করে। আহত সাংবাদিক স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন।
সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আবদুল্লাহ আল কায়সার বলেন, ‘আমার জনপ্রিয়তা সোনারগাঁওয়ে সব প্রার্থী থেকে এগিয়ে রয়েছে। আমি যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের ঢল নামে। আমার জনপ্রিয়তায় ইর্ষাণিত হয়ে মহাজোটের প্রার্থীর লোকজন আমার সমর্থকদের ওপর হামলা করছে।’
সোনারগাঁও থানার ওসি তদন্ত সেলিম মিয়া জানান, ‘ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে।’