রোববার   ২৪ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১০ ১৪৩১   ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সেলিম ওসমানের মিছিলে জনসমুদ্র

নিজস্ব প্রতিবেদক 

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:২১ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮ বুধবার

নারায়ণগঞ্জ-৫ আসনের মহাজোট প্রার্থী সেলিম ওসমানের লাঙ্গল প্রতীকের গণমিছিল জনসমুদ্রে রূপ নিয়েছে। জনসমুদ্রে পরিণত হওয়া মিছিলের নেতৃত্বে ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান।

মঙ্গলবার বিকেলে শহরের খানপুর এলাকায় নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের উদ্যোগে ‘দল যার যার সেলিম ওসমান সবার’ স্লোগানে একটি পথসভা শেষে এ মিছিল শুরু হয়।

খানপুর এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে ২নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে পুনরায় চাষাঢ়া এলাকায় এসে শেষ হয়।

বিকেল ৩টা থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে খানপুর এলাকায় পথসভা স্থলে জড়ো হয়। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ মহাজোটের অন্যান্য শরিক দলগুলোর পক্ষ থেকে বিশাল বিশাল মিছিল আসে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, শ্রমজীবী, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের নেতৃত্বে শত শত মিছিল খানপুর এলাকায় এসে জড়ো হয়। মহাজোট প্রার্থী সেলিম ওসমান যখন সভাস্থলে এসে উপস্থিত হন ততক্ষণে পথসভা জনসমুদ্রে পরিণত হয়ে যায়।

এ সময় সেলিম ওসমান বলেন, গত ১০ বছরে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে তা ১০ মিনিটে বলে শেষ করা যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল।

এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তাই ৩০ ডিসেম্বর নির্বাচনে আবারও শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোটকে বিজয়ী করে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলে দেখবেন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আগামী ৫ বছরে ২৫ বছর এগিয়ে যাবে।

তিনি বলেন, যেখানে নৌকা নাই, সেখানে লাঙলই শেখ হাসিনার মার্কা। এ সময় তিনি উপস্থিত সকলকে, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানে কণ্ঠে মেলানোর আহ্বান জানান। সেলিম ওসমানের আহ্বানে খানপুর এলাকায় জয় বাংলা-জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হয়ে উঠে।