জয় হলো বৃষ্টির পয়েন্ট পেল দ. আফ্রিকা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:০৬ এএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার
ক্রিকেট বিশ্বকাপের ১৫ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ। তবে দিনশেষে দুদলের কেউ জেতেনি, কেউ হারেনি, জিতেছে বৃষ্টি।
বৃষ্টি বাঁধায় দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজের মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ সময় রাত ৯.৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দল ১ পয়েন্ট করে পাবে।
এর ফলে সবচেয়ে বেশি খুশি হয়েছে সম্ভবত টুর্ণামেন্টে এখনো জয়ের দেখা না পাওয়া দক্ষিণ আফ্রিকা। শুরুতে ব্যাট করে দুই উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল তারা। স্বভাবতই উইন্ডিজ দল মন খারাপ করলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ক্যারিবীয় বোলিং তাণ্ডবে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এর পরপরই বৃষ্টি বাঁধায় বন্ধ হয় খেলা। উইন্ডিজ শিবির খুশি থাকলেও দুশ্চিন্তার মেঘে ছেয়ে যায় দক্ষিণ আফ্রিকার আকাশ।
শুরুতেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার।
কটরেলের বলে স্লিপে গেইলের ক্যাচ হয়ে ফেরেন হাশিম আমলা। এ সময় তার রান ছিল ৬। কিছু পরেই মার্করামকেও ফেরালেন এই পেসার। মার্করাম ফিরে যান ৫ রানে।
বৃষ্টি বাঁধায় বন্ধ হওয়ার পূর্বে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭.৩ ওভারে ২ উইকেটে ২৯ রান । বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুদলকে।
বৈশ্বিক মঞ্চে চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত কোন ম্যাচেই জয়ের মুখ দেখেনি। এ কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকের ম্যাচটি ডুপ্লেসির দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।
৪ ম্যাচ শেষে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নয়ে অবস্থান দক্ষিণ আফ্রিকার। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে উইন্ডিজ আছে টেবিলের পাঁচ নম্বরে।