বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিঙ্ককে বাথটাব বানিয়ে গোসল, চাকরি গেল কিচেনকর্মীর

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৭ এএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

সিঙ্ককে বাথটাব বানিয়ে গোসল করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন এক কিচেনকর্মী। শুধু সমালোচনায় ঝড় থামেনি হারাতে হয়েছে ওই কিচেনকর্মীকে চাকরিও।

যু্ক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন ওই কিচেনকর্মী।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বিরাট এক কিচেনের এক পাশে একটি সিঙ্ককে বাথটাবের মতো ব্যবহার করছেন। পানি ও সাবান ঢেলে সেখানে নেমে পড়েন তিনি। ভিডিওতে শুধু তাকে দেখা গেলেও তার কিচেনের সহকর্মীরা ভিডিও করেন এবং হাসি তামাশা করছিলেন।
 
ভিডিও ফেসবুকে প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়। ব্যাপক সমালোচনা শুরু হয়। 

স্থানীয় দৈনিক নর্থওয়েস্ট ফ্লোরিডা ডেইলি নিউজ বলছে, ঘটনাটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত চেইন ফাস্টফুড ওয়েন্ডি এর একটি কিচেনের। কিচেনটি রাজ্যের মিল্টন এলাকায় অবস্থিত।