শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চীনে ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান নিষিদ্ধ

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:২৭ এএম, ১১ জুন ২০১৯ মঙ্গলবার

চীন থেকে ইন্টারনেটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট এবং ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা পড়া যাবে না। দেশটির সরকার এ দুটি পত্রিকা ব্লক করে দিয়েছে। বিজনেস ইনসাইডার এ তথ্য জানিয়েছে।

দেশটিতে ফেইসবুক, টুইটার, ইউটিউব ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আগে থেকেই বন্ধ রাখা হয়েছে।

চীন থেকে সবশেষ যে কটি ইংরেজি নিউজ ওয়েবসাইট দেখা যেতো তার মধ্যে ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান ছিল অন্যতম।
 
দেশটি আগেই ব্লুমবার্গ, নিউইয়র্ক টাইমস, রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালসহ বেশ কিছু ইংরেজি নিউজ সাইট বন্ধ করে রেখেছে।

এছাড়া ১৯৮৯  সালের ৪ জুন তিয়ান আনমেন স্কয়ারের দমনাভিযানের ঘটনা সম্পর্কিত সব কিছু মুছে দিতে বা আটকে দিতে চীন রোবট সেন্সর ব্যবহার করছে বলে বিজনেস ইনসাইডার জানিয়েছে।