বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘আরো আড়াই লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার’

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৮:৪৩ এএম, ১২ জুন ২০১৯ বুধবার

কৃষকের কথা বিবেচনা করে সরকার সরাসরি আরো আড়াই লাখ মেট্রিক টন ধান ক্রয় করবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রী বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী ১২ লাখ টন চাল ও দেড় লাখ টন ধান কেনা হয়। কিন্তু এবার বোরো বেশি উৎপাদন হওয়ায় কৃষক প্রয়োজনীয় দাম পাচ্ছেন না। তাই নতুন সিদ্ধান্ত শিগগিরই কার্যকর করা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। এ সময় কৃষিমন্ত্রীও উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী আরো বলেন, সবমিলিয়ে সরকার মোট ৪ লাখ টন ধান কিনবে। তিনি বলেন, প্রতি কেজি ধান ২৬ টাকা দরে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করা হবে। 

 

এ বিষয়ে গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, কৃষকের লাভের জন্য এখনই তাদের কাছ থেকে আরো বেশি ধান কিনতে হবে। 

তিনি বলেন, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী দেড় লাখ টন ধানের মধ্যে ৩০ হাজার মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে কেনা সম্ভব হয়েছে। কৃষি বিভাগের তালিকা অনুযায়ী যার কাছ থেকে একবার ধান কেনা হয়েছে, তার কাছ থেকে দ্বিতীয়বার কেনা হবে না।