দুই অভিনেতাকে ২o লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৪০ এএম, ১২ জুন ২০১৯ বুধবার
ঢাকাই চলচ্চিত্রের গুণী অভিনেতা জামিলুর রহমান শাখা ও কৌতুকাভিনেতা জ্যাকি আলমগীরকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ দিন ধরেই এই দুইজন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আর্ধিক সংকটের কারণে তাদের চিকিৎসা করতে নানা ঝামেলা পোহাতে হতো। অবশেষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহয়তায় এই অনুদান পেলেন তারা।
বিষয়টি জানিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান বলেন, চলচ্চিত্রের শিল্পীদের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমাদের জ্যাকি আলমগীর ও জামিলুর রহমান শাখার জন্য আর্থিক সয়হতা চেয়ে শিল্পী সমিতি আবেদন করে। যার পরিপেক্ষিতে প্রধানমন্ত্রী তাদের দুইজনকে ২০ লক্ষ টাকা অনুদান দিয়েছে।
প্রসঙ্গত, জামিলুর রহমান শাখা এখন পর্যন্ত ছয় শতাধিক চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। একইসঙ্গে বেশকিছু ধারাবাহিক এবং মঞ্চ নাটকে অভিনয় করেছেন। অন্যদিকে, জ্যাকি আলমগীরকে দর্শক একজন কৌতুকাভিনেতা হিসেবেই বেশি চিনেন। ক্যারিয়ারে সাত শতাধিক চলচ্চিত্রের অভিনয় করেছেন তিনি।