যে কাজগুলো আমরা করি, অথচ হাদিসে নিষেধ
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:০০ এএম, ১২ জুন ২০১৯ বুধবার
বেখেয়ালে বা না জানার কারণে আমাদের দ্বারা এমন কিছু কিছু কাজ হয়ে যায়। যা আদৌ করা ঠিক নয় এবং হাদিস শরিফে সেগুলো সম্পর্কে নিষেধ করা হয়েছে।
> কেবলামুখি বা তার উল্টো হয়ে প্রসাব, পায়খানা করা যাবে না। (সহিহ বুখারি ৩৯৫, নাসায়ী: ২১, আত তিরমিজি: ৮)
> গোসলখানায় প্রসাব করা যাবে না। (ইবনে মাজাহ: ৩০৪)
> গুলি বা তীরের নিশানা প্রশিহ্মণের জন্য প্রাণী ব্যবহার করা যাবে না। (মুসলিম: ৫১৬৭, সুনানে আবু দাউদ: ২৮১৭, ইবনে মাজাহ: ৩১৭০, আত তিরমিজি: ১৪০৯)
> কারো মুখমণ্ডলে আঘাত করা যাবে না। আল হাদিস (মুসলিম: ৬৮২১, আবু দাউদ: ৪৪৯৬, আহমদ: ৫৯৯১)
> কাপড় পরিধাণ থাকা সত্বেও কারো গোপন অঙ্গের জায়গার দিকে দৃষ্টিপাত করা যাবে না। (মুসলিম: ৭৯৪, তিরমিজি: ২৭৯৩, ইবনে মাজাহ: ৬৬১, আহমদ: ১১৫০১)
> আল্লাহ ব্যতিত কারো নামে কসম করা যাবে না। বাপ-দাদার নাম, কারো হায়াত, কোরআন, মসজিদ এর নামে বা ছুঁয়ে কসম করা যাবে না। (আবু দাউদ: ৩২৫০, নাসায়ী: ৩৭৭৮)
> কোনো প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা যাবে না। আল হাদিস (আবু দাউদ: ২৬৭৭, আহমদ: ১৬০৩৪)
> রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তায়ালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দিন, যে আমার কোনো হাদিস শুনেছে। অতঃপর অন্যের কাছে পৌঁছে দিয়েছে।’ (সুনানে আবু দাউদ ২/৫১৫)