পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জারদারি গ্রেফতার
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১৬ এএম, ১২ জুন ২০১৯ বুধবার
ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের মামলায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি ও পাকিস্তান পিপলস পার্টির সহ সভাপতি আসিফ আলি জারদারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তার নিজ বাসা থেকে গ্রেফতার করে দেশটির দুর্নীতি দমন কমিশনের একটি দল।
এনডিটিভির খবর, সোমবার পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। এই মামলায় আগাম জামিনের আবেদন করেছিলেন আসিফ আলি জারদারি এবং তার বোন ফারিয়াল তালপুর। সেই আবেদন খারিজ করে দেয় ইসলামাবাদ হাইকোর্ট। এরপর পাকিস্তান পিপলস পার্টির সহসভাপতির এফ-৮ সেক্টরে বাড়িতে যায় দুর্নীতি দমন শাখার একটি দল।
যদিও তার বোন ফারিয়ান তালপুরকে এখনও গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।