রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

গেম আসক্তি এক প্রকার রোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১২:০২ পিএম, ১২ জুন ২০১৯ বুধবার

ভিডিও গেম আসক্তিকে রোগ হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। দীর্ঘদিন পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর সিবিএস নিউজ'র। 

নতুন এই রোগকে ‘গেমিং ডিসঅর্ডার’ নামে ডাকা হবে। অবশ্য গেম আসক্তিকে রোগ হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়নি বৈশ্বিক গেমিং প্রতিষ্ঠানগুলো। এমনকি তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে।

ভিডিও গেম আসক্তিকে রোগ হিসেবে স্বীকৃতি দেয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা করে বিভিন্ন গেমিং প্রতিষ্ঠান বলছে, ভিডিও গেম খেললে যে শারীরিক ক্ষতি হয় এমন সুস্পষ্ট কোনও প্রমাণ নেই।