রোহিঙ্গা সংকটের দায় সবার: লুক্সেমবার্গ
নিউজ ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:২৮ এএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার
লুক্সেমবার্গের উন্নয়ন সহযোগিতা ও মানবিক বিষয়ক মন্ত্রী পলেত্তে লিনার্ট বলেছেন, রোহিঙ্গা সংকটের দায় সবার। শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের জন্য সবার অব্যাহত সমর্থন বাড়ানো দরকার।
বুধবার (১২ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন- সচিব (দ্বিপক্ষীয় এবং কনস্যুলার), মহাপরিচালক (পশ্চিম ইউরোপ এবং ইইউ) এবং পরিচালক (পররাষ্ট্র মন্ত্রণালয় অফিস)। লুক্সেমবার্গ মন্ত্রীর সঙ্গে ছিলেন পাঁচ সদস্যের প্রতিনিধিদল।
প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন লুক্সেমবার্গের মন্ত্রীকে বাংলাদেশ সফর বিশেষ করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসার জন্য ধন্যবাদ জানান।
তিনি রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তাসহ সমর্থনের জন্য লুক্সেমবার্গের সরকারকে ধন্যবাদ জানান।
বাংলাদেশে রোহিঙ্গা সম্প্রদায়কে আশ্রয় দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতা উল্লেখ করে মোমেন আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে লুক্সেমবার্গকে মিয়ানমার কর্তৃপক্ষের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান। যাতে করে মিয়ানমার কর্তৃপক্ষ রাখাইনে রোহিঙ্গাদের জন্য ‘সহায়ক পরিবেশ’ তৈরি করে এবং রোহিঙ্গারা মিয়ানমারে নিরাপদে ফিরতে পারে।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের বিরুদ্ধে অত্যাচারের দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য নিরপেক্ষ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
লুক্সেমবার্গ মন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বৃহস্পতিবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার প্রতিনিধিদল সাভার, গাইবান্ধা এবং কুড়িগ্রামে লুক্সেমবার্গ সরকারের সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।