বিকেলের নাস্তায় মজাদার ‘চিকেন বল’
লাইফস্টাইল ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১০:২৩ এএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার
বিকেলে হালকা নাস্তা খেতেই হয়। তাই প্রতিদিনই চিন্তা করতে হয় কি বানানো হবে। তাছাড়া মেহমানদের আপ্যায়নেও চটজলদি কিছু বানাতে হয়। তাই কোনো জামেলা ছাড়া সহজেই তৈরি করে ফেলুন মজাদার চিকেন বল।
চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-
উপকরণ: মুরগির মাংস (হাড় ছাড়া) ২ কাপ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, মরিচ ৪ থেকে ৫টি গোল করে কাটা, জিরা গুঁড়ো ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১ টেবিল চামচ, লেবুর রস ২ চা চামচ, আলু মাঝারি ১টি, পাউরুটি ১ টুকরা, বিস্কুটের গুঁড়ো আধা কাপ, তেল পরিমাণমতো, লবণ স্বাদমতো।
প্রণালী: প্রথমে আলু সেদ্ধ করে নিন। বিস্কুটের গুঁড়ো আর তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালো করে মেখে হাত দিয়ে বলের মতো গোল করুন। তারপর বলগুলো বিস্কুটের গুঁড়োতে মিশিয়ে নিন। এবার একটি প্যানে তেল গরম করতে দিন। তারপর বলগুলো ডুবো তেলে ভাজুন। বলগুলো খয়েরি রং হয়ে আসলে নামিয়ে ফেলুন। এরপর সসের সঙ্গে পরিবেশন করুন মজাদার চিকেন বল।