শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতে বার কাউন্সিলের মহিলা সভাপতিকে হত্যা

নিউজ ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১০:৫৪ এএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

ভারতের উত্তর প্রদেশ বার কাউন্সিলের সভাপতি দরবেশ যাদবকে আগ্রার জেলা আদালতে এক আইনজীবী গুলি করে হত্যা করেছে। মাত্র দু'দিন আগে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন দরবেশ।

বুধবার একটি সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দরবেশ যাদবকে গুলি করার পর হামলাকারী মণীশ শর্মা আত্মহত্যার চেষ্টা করেন। একটি বেসরকারি হাসপাতালে গুরুতর আহত মণীশের চিকিত্সা চলছে।

দেশটির আনন্দবাজার পত্রিকা জানায়, দরবেশের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানেই গুলি চালানো হয়। দুপুর আড়াইটা নাগাদ সেই অনুষ্ঠানে হঠাৎ গুলি চালান মণীশ শর্মা।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পর পর তাকে তিনটি গুলি করা হয়। ঘটনাস্থলেই দরবেশের মৃত্যু হয়। মণীশও আত্মহত্যার চেষ্টা করেন। দুজনকেই প্রথমে পুষ্পাঞ্জলি মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দরবেশকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। 

আগ্রার অতিরিক্ত এসপি প্রবীণ বর্মা জানান, মণীশের লাইসেন্সপ্রাপ্ত পিস্তল থেকে গুলি চালানো হয়। আগ্নেয়াস্ত্রটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। খুনের কারণ এখনো স্পষ্ট হওয়া যায়নি।