সৌদি বিমানবন্দরে হুথি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ২৬
আন্তর্জাতিক ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:১৮ এএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন বেসামরিক লোক আহত হয়েছেন। হামলায় আহতদের মধ্যে তিন জন নারী ও দু’টি শিশুও রয়েছে বলে সৌদি সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে।
বুধবার সকালে আভা বিমানবন্দরে এ হামলার ঘটনাটি ঘটে বলে দেশটির সেনা বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন।- খবর বিবিসি
ইয়েমেন ভিত্তিক হুতি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে।
গেল চার বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে চলমান যুদ্ধে দেশটি প্রায় ধ্বংস্তুপে পরিণত হয়েছে। যুদ্ধের প্রভাবে দেশটিতে ব্যাপক দুর্ভিক্ষ ও ভয়াবহ মানবিক সংকট চলছে।
২০১৫ সালে হুতিদের সঙ্গে তৎকালিন সৌদি সমর্থিত প্রেসিডেন্ট মানসুর হাদির সরকারের সংঘর্ষের পর দেশটিতে গৃহযুদ্ধের শুরু হয়। পরবর্তীতে মানসুর হাদির সমর্থনে সৌদি যোট সেখানে হামলা ও অভিযান চালানো শুরু করে।
বর্তমানে দেশটির বেশির ভাগ অংশই হুতি বিদ্রোহীদের দখলে রয়েছে।
জাতিসংঘ জানিয়েছে, দীর্ঘ চার বছর ধরে চলা এ ভয়াবহ যুদ্ধে এখন পর্যন্ত সাত হাজারের বেশি বেসামরিক লোক নিহত ও অন্তত ১১ হাজার লোক আহত হয়েছেন। আর এ প্রাণহানীর ৬৫ শতাংশই ঘটেছে সৌদি জোটের বিমান হামলার ফলে।