মোহাম্মদ আলীর নামে আন্তর্জাতিক বিমানবন্দর
আন্তর্জাতিক ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:২৪ এএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার
কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর প্রতি শ্রদ্ধা জানাতে উন্মোচন করা হয়েছে লুইভিল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন লোগো। এতে রয়েছে বক্সিং রিংয়ের এই কিংবদন্তির নাম।
যুক্তরাষ্ট্রের কেনটাকি অঙ্গরাজ্যের লুইভিলে জন্ম এ কিংবদন্তি মুষ্টিযোদ্ধার।
লোগোতে বিজয়ীর বেশে দু’হাত উঁচু করে রাখা আলীর প্রতিচ্ছবি। দূর থেকে দেখলে সেটিকে মনে হয় প্রজাপতি। কারণ, বলা হতো- প্রজাপতির মতো উড়ে মৌমাছির মতো প্রতিপক্ষকে ধরাশায়ী করতেন তিনি ।
মোহাম্মদ আলীর স্ত্রী লোনি আলী বলেন, আলী কতটা পথ চলেছেন সেটা মুখ্য নয়। তিনি সবসময়ই এই শহরে আসতে চাইতেন। জায়গাটাকে নিজের বাড়ি মনে হতো তার। আশা করছি, লুইভিল বিমানবন্দরে ঢুকলে এখানে আসা প্রত্যেকে একই স্পৃহা পাবেন।
জানুয়ারিতে ‘লুইভিল মোহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর’ রাখা হয়। প্রতি বছর বিমানবন্দরটি ব্যবহার করেন ৩৯ লাখ যাত্রী।