সিনেমায় উঠে আসবে র্যাবের অভিযান
বিনোদন ডেস্ক
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার
বাংলাদেশের আভ্যন্তরিক সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকস বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন বা র্যাবের অভিযানে এবার উঠে আসবে সিনেমার দৃশ্যে। র্যাবের অভিযান নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন।
এই সিনেমার নাম, অভিনেতা-অভিনেত্রী কে থাকছে তা এই মুহূর্তে জানাতে নারাজ নির্মাতা। তিনি বলেন, ছবিটি প্রযোজনা করবে র্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস। তাদের মধ্যে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটির চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হবে। এরপর সিনেমাটির নাম ঘোষণা করা হবে। আর এই অনুষ্ঠানেই বিস্তারিত জানানো হবে।
নির্মাতা সুত্রে জানা গেছে, বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে একসময় জলদস্যুদের অবাধ বিচরণ ছিল। যার ফলে সুন্দরবন ছিল সাধারণ মানুষের জন্য ভয়ের একটি জায়গা। এমনকি সুন্দরবনের জেলে, মৌয়ালও জীবিকা নির্বাহের জন্য মাছ ধরতে ও মধু সংগ্রহ করতে পারতো না।
কিন্তু, বর্তমানে সুন্দরবন দস্যুশূণ্য। র্যাবের চৌকষ বাহিনীর একের পর এক অভিযানে সুন্দরবন হয়েছে দস্যুশূণ্য। র্যাবের এই দুঃসাহসিক অভিযানকে উপজীব্য করেই এগিয়ে যাবে নতুন এই সিনেমার গল্প।
প্রসঙ্গত, দীপংকর দীপন ‘ঢাকা অ্যাটাক’র পর গেল দুই বছরে কোনো সিনেমা নির্মাণে হাত দেননি। মাঝে মধ্যে কয়েকটি ছবি নির্মাণের সম্ভাবনার কথা শোনা গেলেও তা আর বাস্তবায়িত হয়নি।