শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪   কার্তিক ২৪ ১৪৩১   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পুনঃপ্রচার হবে ‘কৃষকের ঈদ আনন্দ’

বিনোদন ডেস্ক

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ১৩ জুন ২০১৯ বৃহস্পতিবার

ঈদ মানেই টেলিভিশনে ‘কৃষকের ঈদ আনন্দ’। চ্যানেল আই-এ ঈদুল ফিতরে প্রচারিত ‘কৃষকের ঈদ আনন্দ’ দর্শকদের বিশেষ অনুরোধে পুনঃপ্রচার করা হবে আগামী শুক্রবার বিকেল ৩টা ৫ মিনিটে।

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ সারাদেশের মানুষের প্রাণের অনুষ্ঠানে রূপ নেয়। কারণ এটাতে লেগে আছে মাটির সুবাস, শেকড়ের ঘ্রাণ! অনুষ্ঠানটিতে দর্শকের চোখ আটকে থাকে এর নির্মাণ গুণ আর ভরপুর বিনোদনে। অনুষ্ঠানে কৃষকদের নিয়ে আনন্দ-বিনোদনের পাশাপাশি থাকে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন ভাবনার কথা। যার ফলে অনুষ্ঠানটি হাসি আনন্দের পাশাপাশি সমাজ উন্নয়ন ভাবনায় সংশি­ষ্ট মহলকেও সজাগ করে তোলে।

শাইখ সিরাজের অনুষ্ঠানে ক্যামেরায় সারাক্ষণই ধরা পড়ে দেশ, দেশের মানুষ আর দেশাত্মবোধ। এবার কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানে সেদিকটিই আরো উজ্জ্বল হয়ে উঠেছে। দেশের সাধারণ কৃষকদের নিয়ে একটি বিনোদনমূলক অনুষ্ঠান করার পাশাপাশি সচেতনতার একটি আয়নাও যে তৈরি করা যায় তা প্রকাশ পেয়েছে এবারের আয়োজনে।