শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪   কার্তিক ২৪ ১৪৩১   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার ‘পাসওয়ার্ড’র ডাবল সেঞ্চুরি

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:০৫ এএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘পাসওয়ার্ড’। গুণী নির্মাতা মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ড’ প্রথম সপ্তাহে ১৭৭ হলে মুক্তি পেলেও দ্বিতীয় সপ্তাহে তার হল সংখ্যা বেড়ে দুই’শ হয়েছে বলে ডেইলি বাংলাদেশকে জানিয়েছেন প্রযোজক ইকবাল হোসেন।

তিনি বলেন, ‘পাসওয়ার্ড’ প্রথম সপ্তাহে ১৭৭ হলে মুক্তি পায়। মুক্তির পর থেকে প্রতিটি হলের প্রায় প্রতিটি শো’ই হাউজফুল হয়েছে। যে কারণেই অনেক হল কতৃপক্ষ অন্য ছবি নামিয়ে দিয়ে ‘পাসওয়ার্ড’ চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার (১৪ জুন) থেকে ২০০ বা ২০২টি হলে দেখা যোবে চলচ্চিত্রটি।

‘পাসওয়ার্ড’র এই সফলতা প্রসঙ্গে মো. ইকবাল হোসেন বলেন, এই মানের চলচ্চিত্র বাংলাদেশে এর আগে নির্মাণ করা হয়নি। ‘পাসওয়ার্ড’ নির্মাণ, অভিনয়, প্রযুক্তি, লোকেশনসহ সব দিকই উন্নত মান বজায় রেখেছে। যে কারণে চলচ্চিত্রটি দর্শকের প্রত্যাশা পূরণ করে আগ্রহের কেন্দ্র বিন্দুতে পরিনত হয়েছে। 

 

তিনি আরো বলেন, দর্শক ভালো মানে চলচ্চিত্র দেখতে চান। ভালো ছবি হলে চালালে দর্শক আসবে। ‘পাসওয়ার্ড’র জন্য প্রায় ৫০টি বন্ধ থাকা হল চালু হয়েছে। ‘পাসওয়ার্ড’র এই সফলতা চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের।  

‘পাসওয়ার্ড’এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ঢালিউড সুন্দরী শবনম বুবলী। এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইমন, অমিত হাসান, ডন, তনামি হক প্রমুখ। এসকে ফিল্মের ব্যনারে শাকিব খানের সঙ্গে যৌথ ভাবে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন মো. ইকবাল হোসেন। অ্যাকশন ও রোমান্টিক গল্পে এই চলচ্চিত্রটির স্ক্রিপ্ট লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।