বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বামী টিকটক ব্যবহার নিষেধ করায় লাইভে আত্নহত্যা করলো স্ত্রী

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:১০ এএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

স্বামী তাকে টিকটক ভিডিও ব্যবহার বারণ করায় ভারতের তামিলনাড়ুতে ২৪ বছর বয়সী এক গৃহবধূ আত্নহত্যা করেছেন। তিনি দুই সন্তানের জননী। 

অনিতা নামের ওই নারী টিকটকে একটি ভিডিও তৈরি করেছিলেন, যেখানে তিনি বিষ খেয়ে আত্নহত্যা করছেন এমন শ্যুট করা হয়েছিলো। সেই ভিডিও পাঠিয়েছিলেন সিঙ্গাপুরে থাকা স্বামীকে। 

আর সেই ভিডিও দেখেই অত্যন্ত রেগে যান স্বামী। এর পরেই স্ত্রীকে বকাবকি করেন তিনি। নিজের এমন ভিডিও তৈরির অভ্যাস বন্ধ করতে বলেন তিনি। 

 

এরপর একটি ভিডিওতে স্বামী দেখতে পান, সাদা বোতল থেকে গাঢ় রঙের তরল পান করছেন স্ত্রী। অত্যন্ত কাশি শুরু হয় তার পরেই। কিছু সময় পরেই তার মৃত্যু হয়। 

তবে এই প্রথমবার নয়। টিকটক ভিডিওতে অনলাইন এর আগেও মৃত্যু হয়েছে মুম্বইয়ের ১৫ বছরের এক ছাত্রের। অনেকদিন ধরেই টিকটককে আনেকেই একটি অসুখ বলে মনে করছেন। অসংখ্য মানুষ এই অসুখে আক্রন্ত হয়েছেন সারা বিশ্বে। কোথাও কোথাও টিকটক বন্ধেরও দাবি উঠেছে।