বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১৩ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বউয়ের হাতে মার খাওয়া থেকে বাঁচার উপায়!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ১১:৩৪ এএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার

শুধুমাত্র নারীরাই নয় চার দেয়ালের ভেতরে অত্যাচারিত হয় পুরুষও। ‘শ্রীমতী ভয়ঙ্করী’-র কাছে উঠতে-বসতে ঝাড় খায়, সপ্তাহে এক-আধ বার মারও জোটে কপালে! কিন্তু তখন তার পাশে কে দাঁড়ায়? সাধারণত এসব লজ্জার কথা মুখ ফুটে পরম বন্ধুকেও বলে উঠতে পারে না অসহায় পুরুষ। নইলে পৌরুষের অভাবে ঠাট্টার পাত্র হতে হয় তাকে। তাহলে করণীয় কী?

১। বর্তমান সংবিধানিক আইনে পুরুষের জন্য সরাসরি কোনো আইন নেই। তবু এমন ঘটনা ঘটলে থানায় ডায়েরি করা যেতে পারে। তাতে বিরাট লাভ কিছু না হলেও, পরে বড়-সড় সমস্যার সৃষ্টি হলে, সুবিধে মিলবে।

২। একই ঘটনা যদি একের পর এক ঘটে। তাহলে একাধিক বার ডায়েরি করে রাখা উচিত।

 

৩। যদি স্ত্রী কাছে শারীরিক বা মানসিকভাবে অত্যাচারিত হয়ে থাকেন, এই মর্মে আইনি নোটিশ পাঠাতে পারে অত্যাচারিত স্বামীর আইনজীবী।

৪। দীর্ঘদিন ধরে অত্যাচারিত হতে থাকলে, জুডিশিয়াল সেপারেশনের পথেও হাঁটা যেতে পারে।

৫। স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেলে, নির্দিষ্ট সময় পরে ডিভোর্সের মামলা করা যায়।

৬। তবে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেলে, ডিভোর্সের পথে যাওয়ার আগে অবশ্য করণীয় হল তাকে ব্যক্তিগত চিঠি লিখে ফিরে আসার অনুরোধ করা। না ফিরলে তার ভরন-পোষণ বাবদ টাকা পাঠানোও। এতে অন্তত এটুকু প্রমাণ করা সম্ভব হবে যে স্ত্রীর প্রতি স্বামীর প্রাথমিক দায়বদ্ধতাটুকু ছিল।

৭। পুরুষ নির্যাতন নিয়ে কাজ করা বিভিন্ন এনজিও-র সঙ্গে যোগাযোগ করা। তাদের থেকেও দরকার মতো সাহায্য পাওয়া যেতে পারে।