বুধবার   ২৭ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ১২ ১৪৩১   ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাথুরুর কপালে শনির খরা!

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৪২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

বাংলাদেশ ক্রিকেটে বেশ উত্তাপ ছড়িয়েই শ্রীলংকান ক্রিকেটের চাকরি নেন চন্ডিকা হাথুরুসিংহে। তাতে অবশ্য সুদিন ফেরেনি দেশটির ক্রিকেটে। উল্টো ধীরে ধীরে তলানির দলেই পরিণত হয়েছে। এর পরেই হাথুরুর পচ্ছন্দের কোচিং স্টাফে একের পর এক পরিবর্তন আনছে এসএলসি। হাথুরুর কপালে বলা যায় শনির খরাই লেগেছে। বাংলাদেশ থেকে যাওয়ার সময় ব্যাটিং কোচ সামারাবিরাকেও নিয়ে যান তিনি। সেই সামারাবিরাকেই ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিল দেশটির ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের কোচ থাকাকালে একের পর এক ক্ষমতা পেয়েছিলেন হাথুরু। ঠিক একইরকম ক্ষমতা নিয়ে শ্রীলংকান ক্রিকেট দলের দায়িত্বে যান তিনি। কিন্তু দলের ক্রমাগত ব্যর্থতায় হাথুরুর পচ্ছন্দকে আর পাত্তা দিচ্ছে না শ্রীলংকান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপকে সামনে রেখে ফিল্ডিং কোচে পরিবর্তন আনে তারা। এবারে সামারাবিরাকে সরিয়ে জন লুইসকে লংকানদের নতুন ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে এসএলসি। লুইস এর আগে ইংল্যান্ড কাউন্টি ক্রিকেটে ডারহামের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা নতুন ব্যাটিং কোচ নিয়োগ দেয়া নিয়ে বলেন, 'আমার বিশ্বাস, তার দক্ষতা এবং অভিজ্ঞতায় লুইস আমাদের ব্যাটিংয়ে দরকারি উন্নতিটা আনতে পারবেন। আমাদের ব্যাটিংয়ে এখন স্থায়িত্ব দরকার।'

 

ফিল্ডিং কোচের পর ব্যাটিং কোচেও পরিবর্তন। এখন দেখার বিষয় তাতেও উন্নতি না হলে হাথুরুই বা কতদিন চাকরি স্থায়ী করতে পারেন।