চুল থেকে চুইংগাম ছাড়ানোর কৌশল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ১১:৪১ এএম, ১৪ জুন ২০১৯ শুক্রবার
অসাবধানতাবশত কিংবা ছোটদের খামখেয়ালিপনা ও দুষ্টুমিতে চুলে চুইংগাম লেগে যতেই পারে! তবে সেটা ওঠানো রীতি মতো যুদ্ধের সামিল। চুইংগাম এঁটে থাকা চুল হয়তো শেষ পর্যন্ত কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকেনা! তবে এই কৌশলটি জানা থাকলে খুব সহজেই চুল থেকে চুইংগাম ছাড়াতে পারবেন। তবে তার জন্য দরকার হবে একটু লবণ আর কয়েক টুকরো বরফ।
চুলে চুইংগাম আটকে গেলে জোর করে চুল থেকে তা ছাড়াতে যাবেননা। সেটা আরো বেশি চুলে আটকে যাবে। চুলকে আগে একটু লবণ জলে ভিজিয়ে নিন। লবণ জল দিলে কি হবে জানেন? সেই ভেজা চুলের তাপমাত্রা কমে আসবে। এর পর চুলে আটকে থাকা চুইংগামের ওপরে বরফের টুকরো ঘোষতে থাকুন। লবণ জলের প্রভাবে বরফ গলতে সময় লাগবে এবং বরফ ভালোভাবে কাজ করবে। আর বরফের প্রভাবে ঠাণ্ডা হয়ে শক্ত হয়ে আসবে চুইংগামের টুকরোটি। ফলে এটি সহজেই চুল থেকে আলাদা হয়ে যাবে, ফলে আর চুল কেটে চুইংগাম আলাদা করতে হবেনা!
এ ছাড়াও চুলের চুইংগাম আটকে থাকা অংশটি কোকাকোলা দিয়ে ভেজালে অল্প সময়ের মধ্যেই সেটি চুল থেকে আলাদা হয়ে যাবে।