মুক্তিযোদ্ধা ভাতা ২ হাজার টাকা বৃদ্ধি
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০২ এএম, ১৫ জুন ২০১৯ শনিবার
বাজেটে মুক্তিযোদ্ধা সম্মানী মাসিক ভাতা ১০ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ প্রস্তাব করেন।
দেশে ২ লাখ মুক্তিযোদ্ধা প্রতি মাসে সম্মানী ভাতা হিসেবে ১০ হাজার টাকা করে পেয়ে থাকেন। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ২ হাজার ৬০০ কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে এ খাতে বরাদ্দ বাড়িয়ে রাখা হচ্ছে ২ হাজার ৮৮০ কোটি টাকা।ফলে মুক্তিযোদ্ধা ভাতা ২ হাজার টাকা বাড়ছে।
এ ছাড়া তাদের উৎসব ভাতা হিসেবে ১০ হাজার টাকা, নববর্ষ ভাতা হিসেবে ২ হাজার টাকা এবং বিজয় দিবস ভাতা ৫ হাজার টাকা করার সিদ্ধান্ত অপরিবর্তিত থাকছে।