নারী উন্নয়নে বরাদ্দ বেড়েছে ২৩ হাজার ৫০৫ কোটি টাকা
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:০৪ এএম, ১৫ জুন ২০১৯ শনিবার
২০১৯-২০ অর্থবছরে নারী উন্নয়নে ১ লাখ ৬১ হাজার ২৪৭ কোটি টাকার জেন্ডার বাজেট বরাদ্দ করা হয়েছে। যা গত অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ২৩ হাজার ৫০৫ কোটি টাকা বেশি।
প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, নারী উন্নয়নে মোট বাজেটে বরাদ্দ ২০০৯-১০ অর্থবছরে ছিল ২৭ হাজার ২৪৮ কোটি টাকা, যা ২০১৮-১৯ অর্থবছরে ১ লাখ ৩৭ হাজার ৭৪২ কোটি টাকায় বৃদ্ধি পেয়েছে। নারী উন্নয়ন বাজেট বার্ষিক গড়ে প্রায় ২২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।
অর্থমন্ত্রী বলেন, ২০১৯-২০ অর্থবছরে নারী উন্নয়নে বরাদ্দ ১ লাখ ৬১ হাজার ২৪৭ কোটি টাকা যা মোট বাজেটের ৩০.৮২ শতাংশ এবং জিডিপি’র ৫.৫৬ শতাংশ। নারী উন্নয়ন বাজেটের জন্য নির্বাচিত ৪৩টি মন্ত্রণালয়/বিভাগসমূহের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের মোট বাজেটের একটি বৃহৎ অংশ নারী উন্নয়নে ব্যয় হয়ে থাকে।