শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪   কার্তিক ২৪ ১৪৩১   ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘বিএফডিসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম

আমাদের নারায়ণগঞ্জ

প্রকাশিত : ০৯:৩০ এএম, ১৫ জুন ২০১৯ শনিবার

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)র নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত সচিব মোঃ আবদুল করিম। গেল ১৬ মে তিনি প্রতিষ্ঠানটির এমডি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার আগে (বিএফডিসি)র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন লক্ষণ চন্দ্র দেবনাথ। তথ্য মন্ত্রণালয়ের নির্দেশক্রমে পরবর্তী বদলীর আগ পর্যন্ত মোঃ আবদুল করিম প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। 

এফডিসির এমডি হিসেবে নতুন দায়িত্ব লাভের পর মোঃ আবদুল করিম বলেন, অনেকেই বলে থাকে এফডিসি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। ব্যক্তিগত মতামত, যা হওয়ার হয়ে গেছে। অতীতে কারা কী করেছেন সেগুলো ফেলে নতুন করে আগাতে চাই।

 

তিনি বলেন, যারা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত তাদের নিরাপদ চারণভূমি হিসেবে আবারো এফডিসির হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করবো। 

চলচ্চিত্রের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন নতুন (ব্যবস্থাপনা পরিচালক) মোঃ আবদুল করিম।