এবার মিউনিখ ও লন্ডনে শনিবার বিকেল
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৪ এএম, ১৫ জুন ২০১৯ শনিবার
মস্কো এবং সিডনি‘র পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘শনিবার বিকেল’ চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে মিউনিখ ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতামূলক বিভাগ সিনেকোপ্রো কম্পিটিশনের জন্য। বিষয়টি নিশ্চিৎ করেছেন জাজ মাল্টিমিডিয়ার জনসংযোগ কর্মকর্তা শাকিব হাসান সৌখিন।
তিনি জানান, নয়টি ছবি প্রতিযোগিতা করবে এক লক্ষ ইউরোর সেরা ছবির পুরস্কারের জন্য। পাঁচ জুলাই এক অনুষ্ঠানের মাধ্যমে সেরা ছবির হাতে পুরস্কার তুলে দেয়া হবে। মিউনিখ ফেস্টিভ্যালে শনিবার বিকেল (Saturday Afternoon)-য়ের প্রদর্শনী হবে জুনের ২৯, ৩০ এবং জুলাইয়ের ১ তারিখ। উৎসবে যোগ দিতে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ২৮ তারিখে মিউনিখ যাবেন।
চলচ্চিত্রটি মিউনিখের আগে দেখানো হবে লন্ডনেও। ২৫ জুন লন্ডনের বিখ্যাত বার্বিকান আর্ট সেন্টারে, এবং ২৭ তারিখে জেনেসিস সিনেমা হলে। এটা দেখানো হবে বাগরি ফাউন্ডেশন লিফ (LIFF) ফেস্টিভ্যালের অধীনে।
উল্লেখ্য, কিছুদিন আগে মস্কো ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে ‘শনিবার বিকেল’ ছবিটি দুটি ইন্ডিপেন্ডেন্ট জুরি পুরস্কার অর্জন করেছে।
এদিকে গতকালই শেষ হলো সিডনি ফেস্টিভ্যালে ছবিটির প্রদর্শনী। ছবিটি সেখানে চমৎকার রিভিউ পাওয়ার পাশাপাশি সিডনি মর্নিং হেরাল্ডের বিবেচনায় উৎসবের হট লিস্ট তালিকায় স্থান পায় ‘শনিবার বিকেল’।