মিলাকে ফাঁসাতে সানজারির ওপর এসিড নিক্ষেপ?
আমাদের নারায়ণগঞ্জ
প্রকাশিত : ০৯:৩৫ এএম, ১৫ জুন ২০১৯ শনিবার
সঙ্গীতশিল্পী মিলার সাবেক স্বামী এস এম পারভেজ সানজারির ওপর এসিড নিক্ষেপের নাটক। এই ঘটনায় মিলার সহযোগী কিমের ফোনালাপ ফাঁস হয়েছে। শুক্রবার সময় টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফোনালাপের অডিওটি প্রকাশ করা হয়েছে। পুলিশও বলছে, এসিড নিক্ষেপে যে ধরনের ক্ষত বা দগ্ধ হয় তেমন চিহ্ন পারভেজের শরীরে নেই।
ফোনালাপে মিলার কণ্ঠে শোনা য়ায়, এতদিন কই ছিলি। আমার সব কষ্টের মধ্যেও তোকে টাকা দিয়েছি। নিজের সঙ্গে রেখেছি। আমার কাছ থেকে হঠাৎ করে চলে গিয়ে সানজারির বাসায় কি কারণে? আমি কি সাজারির বাসায় যেতে বলেছি? সানজারিকে কি করছিস এমন সব বিষয়ে আলাপ করে ১১ মিনিট ১০ সেকেন্ডের অডিও ক্লিপটিতে।
অডিওতে আরো শোনা যায়, কিম যেটা করসোছ সেটা আমার জন্য অনেক বড় সমস্যার তৈরি করছোস। আমি তোকে তো কিছুই বলিনি। তোকে পুলিশ সন্দেহ করছে। যেখানেই লুকিয়ে থাক তোকে পুলিশ খুঁজে বের করবে। আর সানজারি এমনিতে জেলে যেত কিন্তু তুই যে কাজটা করেছিস তা আমার জন্য সত্যিই অনেক খারাপ হলো।
কিমকে মিলা বলেন, সানজারিকে নাকি এসিড নিক্ষেপ করছোস? তখন কিম বলে, এধরনের কোনো কাজ করিনি। আমি ভয় পেয়েছিলাম তাই আমি পালিয়েছিলাম।
উল্লেখ্য, ২০১৭ সালের মে মাসে মিলা-পারভেজ বিয়ে করেন। কয়েক মাস না যেতেই তাদের সম্পর্কে ফাটল ধরে। এক পর্যায়ে তাদের ডিভোর্স হয়ে যায়। পারভেজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও করেন মিলা। এসব নিয়ে তাদের মধ্যে দ্বন্দ চলে আসছে দীর্ঘদিন ধরে। এসিড নিক্ষেপের ঘটনায় মিলা জড়িত থাকতে পারেন বলে ধারণা করছেন পারভেজ।
গত ২ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় পারভেজ সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে তিনি বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। কিছুক্ষণ যাওয়ার পরই তার সাবেক স্ত্রী মিলার সহকারী জন পিটার হালদার কিম তাকে মোটরসাইকেল থামানোর সংকেত দেন। তিনি মোটরসাইকেল থামানো মাত্র পিটার এসিড ছুড়ে পালিয়ে যান।
সে সময় উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা গণমাধ্যমকে জানান, পারভেজকে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ পেয়েছেন তিনি। তবে এসিড নিক্ষেপে সাধারণত যে ধরনের ক্ষত বা দগ্ধ হয় তেমন চিহ্ন পারভেজের শরীরে নেই। এরপরও বিষয়টি খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।